Ticker

6/recent/ticker-posts

অচিয়ত নামা

 


এ অচিয়ত নামাটি লিখেছিলাম ২০১৮ ইং সনের ডিসেম্বর মাসের দিকে। ইচ্ছে ছিলো যারা আমায় ভালোবাসবে, তারা যেন অন্তত আমার মনমতো চলতে পারে বা আমাকে তারা যেন সহজে বুঝতে পারে, তাদেরকে মুখে যেন কিছু বলতে না হয়, বইটি পড়েই যাতে আমার বিষয়ে তাদের আইডিয়া হয়, সে জন্যে। কিন্তু দূর্ভাগ্যক্রমে আমি নিজেই প্রতিষ্ঠিত হতে পারিনি। তাই বইটি আর কাউকে এখন পর্যন্ত দেয়াও হয়নি। তবুও কেউ যদি আমায় বুঝতে চায়, তাহলে সে যেন এ বইটি পড়ে আমাকে বুঝতে পারে, সে জন্যে বইটি আমার এ ব্যক্তিগত পরিচয় মূলক ব্লগে প্রকাশ করে রাখলাম। এছাড়া এ বই লিখতে গিয়ে আমি যে প্রায় ১৫০০০/- টাকা খরছ করেছি, তার প্রমাণ স্বরুপ স্মৃতি স্মারক হিসেবেও বইটি পাবলিস্ট করেছি। এ বইটি মনোযোগের সহিত পড়লে, আমি কী চাই, না চাই, অর্থাৎ আমার চরিত্র কী, তা অন্তত ৯০% জানা যাবে। 

 


#অচিয়ত নামা   #asoithnama  #arifullahchowdhury  #আরিফ উল্যাহ চৌধুরী

Post a Comment

0 Comments