Ticker

6/recent/ticker-posts

সত্যের আহবান


 এ বইটি লিখেছিলাম (২০১৮ ইং) ইসলাম প্রচারের ইচ্ছায় ও সাওয়াবের নিয়তে দাওয়াতি কাজের একটি উপকরণ হিসেবে। নিয়ত ছিলো জীবনের শেষ দিকে হলেও এ বইয়ের মাধ্যমে দ্বীনের দাওয়াতী কাজে অংশ গ্রহণ করবো এবং এ বিষয়ে এখন থেকে যতটুকু সম্ভব তা চালিয়ে যাবো। এ বই লিখতে গিয়ে প্রায় ৩৩,০০০/- টাকা খরচ করেছিলাম আমার নিজের ব্যক্তিগত ফান্ড থেকে; ছাপিয়ে ছিলাম ১০০০ কপি। আর তখন আমি কিন্তু ধনীও ছিলাম না।

 আমাদের সাথে চলা অমুসলিম ভায়েরা, ‍যাদের সাথে একসাথে প্রতিদিন আমাদের উঠাবসা, চলাফেরা, ভাব বিনিময়; আজ আমাদের সাথে তাদের হাসিমাখা জীবন, হয়তো তাদের অনেককের দ্বারা আমরা উপকৃতও হয়েছি, হয়তো তাদের কতককে আমরা ভালোও বেসেছি।

কিন্তু ধীরে ধীরে তারা আগুনে নিক্ষিপ্ত হবে!? এতে আমার প্রাণ কেঁদে ছিলো। 

তাছাড়া অমুসলিমদের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছানো, আল্লাহু তা’য়ালার প্রতিনিধি হিসেবে ও একজন মুসলিম হিসেবে, ইহা আমার মৌলিক দায়িত্বও বটে ।

এছাড়া আমার ইচ্ছে ছিলো, কাল কেয়ামতে অমুসলিম গণ যাতে ইসলামের দাওয়াত ও পরামর্শ না পেয়ে, তাদের কাউকে যেন আগুনে নিক্ষিপ্ত না হতে হয়; এ বিষয়ে কাজ করা।

যদিও আমি বইটি লিখেছিলাম (অবশ্য কম্পোজ করিয়েছি টাকা দিয়ে বাহির থেকে; নিজে উপস্থিত থেকে। কারণ আমার কাছে তখন কম্পিউটার ছিলো না।); তবুও দ্বীন প্রচারের কাজে আমি অদ্যাবদি  আমার সাজানো ভবিষ্যত ইচ্ছা অনুযায়ী এখনো আত্মনিয়োগ করতে পারিনি। যেহেতু আমার সে রকম কোন সিটিউশন  এখনো সৃষ্টি হয়নি। তাই আগামীতে ‍যদি কখনো সম্ভব হয় সে লক্ষ্যে এবং আমার কর্ম উদ্যোগের স্মৃতি স্মারক হিসেবে ও মানুষের যদি কোন উপকারে অসে সে উদ্দেশ্যে বইটি হুবহু নিম্নে পাবলিস্ট করে রাখলাম।



#সত্যের আহবান  #ইসলাম প্রচার   #sotter ahaban

Post a Comment

0 Comments